ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চলতি মৌসুমে নিজের প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মতো পাননি সাফল্য। তবে তিনি যে সাকিব আল হাসান, ফর্মে ফিরতে দেরি করেন না। শনিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত পারফর্মের পর সোমবার ব্যাট হাতে আবারও তাণ্ডব চালিয়েছেন টাইগার কাপ্তান।
সাকিবের ব্যাটিং তাণ্ডবে সহজ জয়ের দেখা পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বল হাতে ২.৩ ওভারে মাত্র ১২ রান খরচায় ১ উইকেট শিকারের পর ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেন সাকিব। খেলেন মাত্র ৩০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রানের ঝড়ো ইনিংস।