মাজহারুল হক সোহান:-
বর্তমান খেলোয়াড়দের কারও দল কেনার সুযোগ নেই উল্লেখ করে মল্লিক জানান এ কারণেই সাকিব ও মাশরাফির কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজির অনুমতি দেয়া হয়নি।
সাকিব আল হাসান ও মাশরাফি মোর্ত্তজার নামে কোনো কোম্পানি বিপিএলে ফ্র্যাঞ্চাইজি কেনার আবেদন করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বিপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে সাকিবের মালিকানাধীন মোনার্ক গ্রুপ আবেদন করেছে বলেছে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
এছাড়া সিলেটের মালিকানার জন্য আবেদন করা ফিউচার স্পোর্টস মাশরাফির প্রতিষ্ঠান এমন গুঞ্জনও উঠেছে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। তবে এগুলোর কোনোটিই সঠিক নয় বলে জানান মল্লিক।
সোমবার মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান খেলোয়াড়দের কারও দল কেনার সুযোগ নেই উল্লেখ করে মল্লিক জানান এ কারণেই সাকিব ও মাশরাফির কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজির অনুমতি দেয়া হয়নি।
মল্লিক বলেন, ‘কোনো বর্তমান খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবে না। আমরা অনেক জায়গায় দেখেছি মাশরাফির নাম এসেছে। কিন্তু এখানে তো এসেছে তারা সাকিব বা মাশরাফি নয়। তারা কোম্পানি, যারা ফ্র্যাঞ্চাইজি কিনতে চায়। কিন্তু নিয়ম অনুযায়ী যারা বিপিএলে খেলবে বা কোনো বর্তমান খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে না।
‘সাকিবের নামে কোনো আবেদন পড়েনি। এসেছিল মোনার্ক লেদার্স নামে।’
আগের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি অগ্রাধিকার দিচ্ছে বিপিএল। একই সঙ্গে দলগুলোকে তাদেরকে গ্যারান্টি মানি দেওয়ার জন্য সপ্তাহদুয়েক সময় দেয়া হবে এমনটাও জানান মল্লিক।
তিনি বলেন, ‘আমরা ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে পুরনোদের অগ্রাধিকার দিয়েছি। বোর্ড থেকে এমনই সিদ্ধান্ত ছিল। কোনো ফ্র্যাঞ্চাইজি এক বছরের জন্য দল নিলেও ৬-৭ কোটি টাকা খরচ করেছে। সে কারণে আমরা তাদের অগ্রাধিকার দিয়েছি।’