মাজহারুল হক সোহানঃ
চাঁদপুরের মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হল আজ ২৯ সেপ্টেম্বর।
সভাপতি আওলাদ হোসেন লিটন এর সভাপতিত্বে দুপুর ২ঃ৩০ মিনিটে কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজিত ‘আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচি’র সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল বাবর মোঃ সেলিম, পিএসসি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুংফু ফেডারেশন এর সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চলচ্চিত্র অভিনেতা শিফু দিলদার হোসেন দিলু। সমগ্র কর্মসূচি ও আজকের অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা জাকির হোসেন কামাল।
এদিন কুংফু ফেডারেশন ও কেএফটির উদ্যোগে দীর্ঘ চার মাসব্যাপী চলমান আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপনী ঘোষণা এবং জাতীয় কুংফু ফেডারেশনের পক্ষ হতে সর্বমোট ৪ জন চ্যাম্পিয়ন ও ৪ জন রানারআপকে ক্রেস্ট ও মেডেল দেয়া হয় এবং সফল প্রশিক্ষণার্থীদের হলুদ বেল্ট ও সনদ প্রদান করা হয়।
ইতোমধ্যেই চলমান শিক্ষাবর্ষের সহশিক্ষা কার্যক্রমে ক্রিকেট ও কুংফু পর্বের সমাপ্তি হলো।
উপদেষ্টা জাকির হোসেন কামাল জানিয়েছেন অক্টোবর মাসেই শুরু হবে ফুটবলসহ অন্যান্য ইনডোর গেইমস পর্ব। প্রতি শিক্ষাবর্ষেই পাঠ্য বইয়ের পাশাপাশি এসব সহশিক্ষা কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।