দুর্গাপূজা উপলক্ষে সারা ফাউন্ডেশনের নতুন পোশাক ও অর্থ বিতরণ

মতলব উত্তর প্রতিনিধিঃ
”এসো মানবতার হাত বাড়িয়ে সুন্দর সমাজ বিনির্মানে এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হিন্দুধর্মালম্বীদের সব চেয়ে বড় দুর্গাপুজা এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসহায় পরিবারের কোমল মতি শিশুদের মাঝে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে গজরা বাজার সংলগ্ন সারা ফাউন্ডেশনের প্রধান কার্যলয় উপহার সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউপি চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান।

এ সময় তিনি সারা ফাউন্ডেশনের এমন মহতি উদ্যোগের জন্য প্রশংসা করেন এবং সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল সহ সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং এমন ভালো কাজে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।

সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে,
আরো বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, শ্রমিকলীগের সভাপতি সুভাষ ভৌমিক,হাজী আবুল হোসেন, সাইফুল ইসলাম, কমল চক্রবর্তিসহ আরো অনেকে।

অনুষ্ঠিন শেষে প্রধান অতিথির হাতে ক্রেস তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল সহ সদস্যরা।

এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *