সুমন সাহাঃ
আজ মতলব দক্ষিণে কচিকাঁচা মিলনায়তনে জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন উপলক্ষে কিন্ডারগার্টেন শিক্ষকদের একদিনের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সারওয়ার জাহানের তত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুননাহার।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা বেগম সহ অন্যান্য সহকারী শিক্ষা অফিসার বৃন্দ।
দু’দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচী সমন্বয় করছেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ বাদল।
আগামী ৩ অক্টোবর, সোমবার সকাল ১০ টায় মতলব পৌরসভা, উপাদি উত্তর ও উপাদি দক্ষিণ ইউনিয়নের সকল কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক ও দুই জন সহকারী শিক্ষক নিয়ে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।