ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ২ নভেম্বর

স্টাফ রিপোর্টারঃ

মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ২ নভেম্বর । মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ রিপন হোসেনের এর দপ্তরের ০২ অক্টোবর ২০২২ তারিখের এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়। মনোনয়নপত্র ক্রয় করার তারিখ ৯ অক্টোবর( রবিবার), মনোনয়ন বাছাই এর তারিখ ১০ অক্টোবর ( সোমবার), আপিল দাখিলের তারিখ ১১ অক্টোবর( মঙ্গলবার) ও ১৩ অক্টোবর ( বৃহস্পতিবার), আপিল নিষ্পতির তারিখ ১৪ অক্টোবর( শুক্রবার) ও ১৬ অক্টোবর (রবিবার), প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর (সোমবার), প্রতিক বরাদ্দের তারিখ ১৮ অক্টোবর( মঙ্গলবার)। ভোট গ্রহন ২নভেম্বর ( বুধবার)।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *