অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলেন বাংলাদেশ নারী দলের ফারিহা ইসলাম

স্পোর্টস ডেস্কঃ-

অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলেন বাংলাদেশ নারী দলের ফারিহা ইসলাম। এশিয়া কাপে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ১ নম্বর মাঠে মালয়েশিয়ার বিপক্ষে এ কীর্তি গড়েন এই বাঁহাতি পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেছেন তিনি।

অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলেন বাংলাদেশ নারী দলের ফারিহা ইসলাম

১২৯ রান তাড়ায় ব্যাটিং করা মালয়েশিয়ার ইনিংসের ষষ্ঠ ওভারে হ্যাটট্রিক করেন ফারিহা। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি মালয়েশিয়ার অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গামের স্টাম্প ভেঙে দেয় দুর্দান্ত ইনসুইংয়ে। সুইং ছিল পরের বলেও। সেটিতেও এলবিডব্লুর শিকার নতুন ব্যাটার মাস এলিসা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকেরা তখন হ্যাটট্রিকের সুবাস পাচ্ছিলেন। দলের মধ্যেও সে আবহটা ছড়িয়ে পড়ে। ফারিহার আরেকটি ইনসুইংয়ে এরপর বোল্ড হন মাহিরাহ ইজ্জাতি ইসমাইল।

এরপর বাংলাদেশ নারী দলের উদ্‌যাপন আর দেখে কে! বাউন্ডারি থেকে যে যার জায়গা থেকে দৌড়ে এসেছেন মিডউইকেটে উদ্‌যাপন করতে থাকা ফারিহার দিকে। অধিনায়ক নিগার সুলতানা তো দৌড়ে এসে ফারিহার কোলে উঠে পড়েন!

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে হ্যাটট্রিক করেছিলেন ফাহিমা খাতুন। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন বলে তিন উইকেট নিয়েছিলেন এ লেগ স্পিনার। সব মিলিয়ে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিক। ২০১৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন আরেক লেগ স্পিনার রুমানা আহমেদ।

এর আগে ৫টি ওয়ানডে খেলে ফেললেও ফারিহার ক্যারিয়ারে টি-টোয়েন্টি ম্যাচ এটিই প্রথম। আজ ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ওই ৩ উইকেট নেন তিনি। অভিষেকে কোনো বাংলাদেশি বোলারের এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ২০১৯ সালে নেপালের বিপক্ষে অভিষেকে ৪ ওভার বোলিং করে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন রাবেয়া খান।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *