এ এস পলাশঃ
সারা দেশের ন্যায় বুধ বার সন্ধ্যার পরে মতলব উপজেলার এবং পৌর এলাকার সকল প্রতিমা বিসর্জন করেন হাজার হাজার নারী পুরুষ ভক্ত বৃন্দ
এছাড়া লামচরি, ধনারপাড়, নারায়নপুর সহ আরো অনেক জায়গাতেই পূজা মন্ডপ গুলোর প্রতিমা বিসর্জন করা হয় ধনাগোদা নদীতে সন্ধা ৬ টা থেকে রাত ১০ টার মধ্যে। মতলব দক্ষিন থানার ইনচার্জ মোঃমহিউদ্দিন মিয়া সহ আরো অনেকে উপস্থিত থেকে সকল প্রতিমা শান্তিপূর্ণ ভাবে বিসর্জনে সহযোগিতা করেছেন।তিনি প্রতি বছরের মত এবছর নিজ দায়িত্বে হিন্দু সম্প্রদায়ের দূর্গা উৎসবের শেষ দশমিতে প্রতিমা বিসর্জন করিয়েছেন শান্তিপূর্ণ ভাবে। তবে তিনি বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার, আর আমাদের দেশে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, তাই আমাদের দেশের অন্যান্য জায়গার মত মতলবের সকলে মিলে মিশে ধর্মীয় অনুষ্ঠান শান্তিপুর্ণভাবে পালন করে থাকি।
এদিকে প্রতিমা বিসর্জন কালে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোঃমহিউদ্দিন মিয়া পরিদর্শন করেন , উপস্থিত ছিলেন মতলব পৌর সভার ৩নং ওয়ার্ড এর কাউন্সিলর সারোয়ার সরকার লিখন ,১নং ওয়ার্ড এর কাউন্সিলর আবুল বাসার পারভেজ এবং ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা।এছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা উপস্থিত ছিলেন।