তাফসির হোসেনঃ-
মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে হাজীগঞ্জে দোয়া মিলাদ ও আনন্দ মিছিল করা হয়েছে।
শুক্রবার বিকেলে হাজীগঞ্জ সুন্নীয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও ফায়ার সার্ভিস সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদের আয়োজনে মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) আগমনের মাসে করা হয় আনন্দ মিছিল।
মিছিলটি হাজীগঞ্জ ফায়ার সার্ভিস সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে বের হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস প্রাঙ্গণে মিলাদ, মোনাজাত ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাজীগঞ্জ সুন্নীয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বাইতুল ইজ্জত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. জোনায়েদ হোসাইন আল-ক্বাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ঘনিয়া দরবার শরীফের পীর আল্লামা হাফেজ মো. জুনায়েদুল হক নকশবন্দী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ঘনিয়া দরবার শরীফের পীরজাদা আল্লামা নাজমুল হক আখন্দ নকশবন্দী, মাদরাসায়ে আবেদীয়া মোজ্জদ্দীয়া ধেররা আরবী প্রভাষক মুফতি আবুল হাশেম শাহ্ মিয়াজি।
এছাড়াও দোয়া, মিলাদ ও আনন্দ মিছিলে ওই সময় অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।