সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের দুই শীর্ষ নেতা নিহত

মার্কিন ড্রোন। ফাইল ছবি: রয়টার্সসিরিয়ায় মার্কিন বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। খবর সিএনএনের

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা গতকাল বৃহস্পতিবার সিরিয়ার উত্তরাঞ্চলে এ বিমান হামলা চালায়। সিরিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হামলাটি চালানো হয়।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্যমতে, হামলায় নিহত দুজন হলেন আবু আলা ও আবু মুআদ আল-কাহতানি।

আবু আলা আইএসের শীর্ষ পাঁচ নেতার একজন। তিনি সিরিয়ায় আইএসের উপপ্রধান।

অন্যদিকে আবু মুআদ আল-কাহতানি আইএসের কারাবিষয়ক কর্মকর্তা।

অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য আহত বা নিহত হননি। যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত বা আহত হননি।

আগের দিন বুধবার রাতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর পৃথক অভিযানে আইএসের এক অস্ত্র চোরাচালানকারী নিহত হন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানায়।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *