পেশাগত মানোন্নয়নে মেডিক্যাল টেকনোলজিস্ট সংগঠকদের প্রতি উদাত্ত আহবান!

উন্মুক্ত ভাবনাঃ-

আসুন এক হই, এক সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধ হই, পেশার মানোন্নয়ন করতে উদ্যোগ নিই, সরকারি নিয়োগ সহ গ্রেড উন্নতির জন্য সুনির্দিষ্ট দাবী নিয়ে সোচ্চার হই!

বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়ে বহু সংগঠনের নাম সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাই। এতো এতো সংগঠন থাকা সত্ত্বেও কেন পেশার মানোন্নয়ন, চিকিৎসা প্রযুক্তিবিদদের যথাযথ মূল্যায়ন, গ্রেড উন্নতি, সরকারি নিয়োগ বাস্তবায়ন হচ্ছেনা তার সদুত্তর পাচ্ছিনা। তাহলে এতো সংগঠনের প্রয়োজন কি? আমরা কি আমাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে নামে-বেনামে মেডিক্যাল টেকনোলজিস্টদের ব্যবহার করে গড়া সংগঠনগুলোর উদ্যোক্তাদের এক টেবিলে চায়ের আড্ডায় দেখতে পারিনা! আমাদের প্রয়োজনে সুনির্দিষ্ট দাবী নিয়ে আমরা কি একটি শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠিত করতে পারিনা? আসুন, সময়ের সম্মান দিয়ে এক হই, এক কাতারে দাঁড়িয়ে যাই।

বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশন” নামে ২০২২ সালেই শুরু করি নবসূচনা। সকল সংগঠনের উদ্যোক্তাদের নিয়ে ২০১ সদস্য বিশিষ্ট অত্র সংগঠনের একটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করি।সকল তিক্ততা ভুলে এক পথ ও মতকে গুরুত্ব দিয়ে এগিয়ে চলি।কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে সকল জেলা, মহানগর, উপজেলা, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলজি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে শাখা কমিটি অনুমোদন দিয়ে দ্রুতই মেডিক্যাল টেকনোলজিস্ট পেশার উৎকর্ষ সাধনে ভুমিকা রাখি।আসুন আমরা ভালো থাকি, পরবর্তী প্রজন্মের জন্য ভালো যায়গা রেখে যাই। নিম্নে আমার জ্ঞাত কিছু সংগঠনের নাম তুলে ধরলাম। আপনারাই পারবেন আমাদের পেশাগত মান উন্নত করতে পেশাদার সংগঠক হয়ে….আগে পেশাদার সংগঠক আমাদের হতেই হবে। সবার জন্য শুভকামনা।

১. বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ)
২. স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (স্বামেপ)
৩. মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট‍্যাব)
৪. বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি)
৫.বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিপিএসএমটিএ)
৬. বাংলাদেশ গ্র্যাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিজিএমটিএ)
৭. মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কল্যাণ পরিষদ (এমটিপিকেপি)
৮. মেডিক্যাল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ)
৯. বাংলাদেশ সম্মিলিত মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদ (BCMTP)
১০. বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অর্গানাইজেশন (বিএমটিও)
১১. মেডিক্যাল টেকনোলজিস্ট সোসাইটি অব বাংলাদেশ (এমটিএসবি)
১২. বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট ইউনিটি (বিএমটিইউ)

ডিপার্টমেন্টাল সংগঠনঃ-

১. বাংলাদেশ ল্যাবরেটরি টেকনোলজিস্ট পরিষদ (বিএলটিপি)
২. বাংলাদেশ এসোসিয়েশন অফ রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজিস্ট (বারিট)
৩. বাংলাদেশ ডেন্টাল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিডিটিএ)
৪. বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিফিএ)

আবারো সকল সিনিয়র টেকনোলজিস্ট ভাই/বোনদের অনুরোধ করবো, জাতির স্বার্থে আমাদের প্রয়োজনে এই সংগঠনগুলোর উদ্যোক্তাদের নিয়ে এক টেবিলে বসে চায়ের আড্ডায় মিলিত হই।সবাই এক ও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) নামে নবোদ্যমে নিজেদের শক্তিশালী করি।সংগঠন গড়ে তুলি। দাবী আদায়ে সোচ্চার হই।পেশার মানোন্নয়ন করি। সবার জন্য শুভকামনা।

লেখক পরিচিতিঃ

নাছিমা ইসলাম সীমা
মেডিক্যাল টেকনোলজিস্ট
ঢাকা।
তারিখঃ ০৮/১০/২০২২ খ্রি.
e-mail:nasimaislam262@gmail.com

বিজ্ঞাপন

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *