প্রাইম টিভির প্রকাশক এর সাথে চাঁদপুরের সংবাদ কর্মি ও টেকনিক্যাল টিমের সদস্যদের মতবিনিময়

প্রাইম ডেস্কঃ
প্রাইম টিভির সম্মানিত প্রকাশক জনাব এনামুল হক এর সাথে প্রাইম টিভি চাঁদপুরের সংবাদকর্মী ও টেকনিক্যাল টিমের সদস্যদের এক মতবিনিময় সভা চাঁদপুর অফিসে অনুষ্ঠিত হয়েছে।
এ মতবিনিময় সভা ও কার্ড প্রদান অনুষ্ঠানে প্রকাশক এনামুল হক সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সততা ও সতর্কতা অবলম্বন করতে হবে।যাদেরকে কার্ড প্রদান করা হয়েছে তাদের এই কার্ডের মর্যাদা রক্ষা করতে হবে।

প্রাইম টিভির প্রকাশক এর সাথে চাঁদপুরের সংবাদ কর্মি ও টেকনিক্যাল টিমের সদস্যদের সাথে মতবিনিময়


তিনি বলেছেন সংবাদ কর্মি ও টেকনিক্যাল টিমের সদস্যদের জন্য অচিরেই একটি মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা করবেন।
এ মতবিনিময় সভায় চাঁদপুর সদর,মতলব, হাজিগন্জ, শাহরাস্তি ও কচুয়ার প্রতিনিধি এবং টেকনিক্যাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *