ডেস্ক রিপোর্টঃ-
ভারতে মহারাষ্ট্রে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪২ জন হতাহত হয়েছেন। এর মধ্যে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন। শনিবার ভোরে মহারাষ্ট্রের নাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভোর ৫টার দিকে একটি কন্টেইনারকে ধাক্কা দেওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।