স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামে জুতার ভেতর থেকে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সুজন কান্তি দাশ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (৮ অক্টোবর) এসব সোনা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সুজনকে গ্রেফতার করা হয়। পরে তার পরনের দুই পায়ের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ১৬টি সোনার বার উদ্ধার করা হয়।