প্রাইম রিপোর্টঃ-
‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস’ পুরস্কার পেলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান। বাংলাদেশে শিক্ষা ও আইসিটি সেক্টরে বিশেষ অবদান রাখায় এর স্বীকৃতিস্বরুপ যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস’ পুরস্কারে ভূষিত হন তিনি।
সোমবার (১০ অক্টোবর) সাভারে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে সবুর খানের হাতে এই পুরস্কার তুলে দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি জসিম উদ্দিন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এর গ্লোবাল সভাপতি ড. দিবাকর সুকল, বাংলাদেশ রিজিওন এর সভাপতি রওমান স্মিথা প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. সবুর খানের এই পুরস্কার প্রাপ্তিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। এসময় বক্তারা বাংলাদেশের আইসিটি উন্নয়নে অবদান রাখার জন্য ড. সবুর খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।