ভারতে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রীতিমতো ঘটা করে শুরু হওয়া ”প্রোজেক্ট চিতা” নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গবিদ্রূপ করার অভিযোগে কর্নাটকের একজন অ্যাক্টিভিস্টকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সুনীল বাজিলাকেরি নামে ওই ব্যক্তি অবশ্য চব্বিশ ঘন্টার মাথায় জামিন পেয়ে গেছেন এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বিবিসিকে বলেছেন দেশের বিজেপি সরকারের সঙ্গে যে তালেবানের কোনও পার্থক্য নেই এই ঘটনাতেই তা প্রমাণিত।
ভারতের অন্যান্য প্রান্তেও অ্যাক্টিভিস্টরা জানাচ্ছেন, সরকার বা প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেউ টিটকিরি বা সমালোচনা করলেই তাকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং এই সব গ্রেপ্তারি তারই অংশ।
সূত্রঃ বিবিসি, দিল্লী