বিশেষ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১০ বছর পরে একইসঙ্গে চার সন্তান প্রসব করেছেন রিপা বেগম (২৩) নামের এক প্রসূতি।
সোমবার (১০ অক্টোবর) রাতে জেলা শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে একসঙ্গে চার নবজাতক প্রসবের ঘটনা ঘটে।
রিপা জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও বাকি তিনজন মেয়ে।