মতলব দক্ষিণ উপজেলার ইউএনও এর বিদায় ও বরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ

মতলব দক্ষিণে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেনু দাসের বরণ অনুষ্ঠান ১১ অক্টোবর উপজেলা পরিষদের হলরুমে ১১টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

মতলব দক্ষিণ উপজেলার ইউএনও এর বিদায় ও বরণ অনুষ্ঠান

এ সময় বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোঃ আলী, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কাউন্সিলর পিন্টু সাহা, নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক বিউটি বেগম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লা সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন, ফারুক আহমেদ বাদল, আল-আমিন ক্রীড়াচক্রের সভাপতি এসএম সেলিম, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ জাকির হোসেন, সাংবাদিক রোকনুজ্জামান রোকন, উপজেলা চেয়ারম্যানের সিএ রিয়াজ সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।

মতলব দক্ষিণ উপজেলার ইউএনও এর বিদায় ও বরণ অনুষ্ঠান

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার মজিবুর রহমান। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উপজেলা পেশ ইমাম মাওলানা মোরশেদুল আলম সিরাজী ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিভুতি ভূষণ মজুমদার। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও ফাহমিদা হককে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং নবাগত ইউএনও রেনু দাসকে ফুল দিয়ে বরণ করা হয়।

Mazharul Haque Shohan

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *