ডেস্ক রিপোর্টঃ-
রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ইটভাটার ৫ শ্রমিক নিহত হয়েছেন।
আজ বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড়ের উত্তরে বত্রিশ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকরা পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই আকাশে মেঘ ছিল। এর মধ্যেই বকুল মিয়ার ইটভাটায় শ্রমিকরা কাজ করছিলেন। বিকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকানো শুরু হয়।
একপর্যায়ে বজ্রপাতে পাঁচজন মারা যান এবং একজন আহত হন।