আবহাওয়া অধিদপ্তরঃ-
আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ১৯টি জেলার উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। যে কোনো ঝুঁকি এড়াতে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলেছে তারা।
বুধবার (১২ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্ক কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জেলাগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।