চট্টগ্রামে দুটি জাহাজ ডুবে এখন পর্যন্ত নিখোঁজ ১৩জন।

চট্রগ্রাম প্রতিনিধিঃ –

চট্টগ্রামের কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের বহির্নোঙরে দুটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।এতে ১৩ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ নামে একটি জাহাজ ডুবে যায়। এটি Rangs গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রেনকনের মালিকানাধীন। এই জাহাজের সাত জন নিখোঁজ রয়েছেন।

অপরদিকে, বঙ্গোপসাগরের বহির্নোঙরে বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টার দিকে ‘এমভি সুলতান সানজা’ নামে পাথরবাহী লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজের নাবিকসহ ছয় জন নিখোঁজ রয়েছেন।

চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, ‘মাগফিরাত জাহাজটি ডুবে সাত জন নিখোঁজ রয়েছেন। ডকইয়ার্ডে তোলার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ২ নম্বর বয়ার সঙ্গে লেগে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েছে। এ সময়ে নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার বন্দরের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করবে। সেইসঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধারকাজ চালাবে।’

ওসি আরও বলেন, ‘এফবি মাগফিরাতের নিখোঁজ সাত জন হলেন জাহাজের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশিং মাস্টার মো. জহির উদ্দিন ও ডক মেম্বার রহমত মিয়া।’

Mazharul Haque Shohan

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *