জসিম উদ্দিনঃ-
ঘটনার বিবরনে জানা যায়,দুপুর ১২ টার দিকে ৮ হতে ১০ জন বন্ধু মিলে তারা লঞ্চঘাটস্থ কসাইখানা সংলগ্ন নদীতে গোসল করতে নামে।এক পর্যায়ে লঞ্চের ঢেউয়ের আঘাতে তারা স্রোতের পানিতে নদীর মাঝে চলে যায়।সাঁতার না জানায় তারা ২ জন নদীর পানিতে তলিয়ে যায়।পরে ফায়ার সার্ভিসের লোকজন ২ ঘন্টা চেষ্টার পর তাদের লাশ ২ টি উদ্ধার করতে সক্ষম হয়।
নিহত ২ জন হলো শহরের হাজী মহসিন রোডের মোঃ আলমগীর কবির সেলিমের ছেলে মোঃ মুকিব।এবং তালতলা গাজী বাড়ির সাকির হোসেন টিটু গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ গাজী।উভয়ই শহরের মাদ্রাসা রোডের বিষ্ণুদি সিনিয়র মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র।