স্টাফ রিপোর্টারঃ-
চাঁদপুর পৌরসভার ১২৫ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক পক্ষের সমাপনী অনুষ্ঠান আজ সন্ধা সাতটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ,সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্।এতে সভাপত্বি করেন পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

উল্লেখ্য, চাঁদপুর পৌর সভার ১২৫ বছর পূর্তি উপলক্ষে ২২ সেপ্টেম্বর থেকে ০১ অক্টোবর এবং মাঝখানে পুজার বিরতি দিয়ে ০৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সাংস্কৃতিক পক্ষে দেশের নানা জায়গা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করে।

অনুষ্ঠানের একপর্যায়ে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল আগত অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।সাংস্কৃতিক পক্ষে অংশগ্রহন করার জন্য সাংস্কৃতিক দলগুলোকে পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।