ডেস্ক রিপোর্টঃ-
পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২০ জেলেকে আটক করেছে নৌ ফাঁড়ি পুলিশ
বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর নৌ থানায় গ্রেফতারকৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গত রাত থেকে আজ সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকার মেঘনা মোহনাসহ আশপাশের এলাকা থেকে ২০জন জেলেকে ইলিশ নিধনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১২জনকে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী ৮জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর আদালতে প্রেরণ করা হয়েছে।।