আসছে ১৫ অক্টোবর ২০২২ শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ারেন সিটিতে দিন ব্যাপি অনুষ্ঠিত হবে কাবাব হাউজ উইন্টার মেলা ২০২২। মিশিগান স্থানীয় সময় দুপুর ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় লাইভ মিউজিক, পছন্দের খাবারের আয়োজনের পাশাপাশি রুচিশীল জুয়েলারি ও মহিলাদের রেডিমেড পোষাকের আকর্ষনীয় আয়োজন থাকছে। মিশিগান থেকে প্রকাশিত মিশিগান প্রতিদিনের সম্পাদক ফারজানা আক্তার পাপড়ি প্রায়ই মিশিগানে বিভিন্ন মেলার একজন সফল আয়োজক।এই মেলার মধ্যদিয়ে স্থানীয় ও প্রবাসীদের মাঝে সামাজিক সেতু বন্ধন গড়ে ওঠে। কাবাব হাউজ উইন্টার মেলা ২০২২-ও একটি সফল মেলা হবে বলে সবাই আশা করেন।
যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ারেন সিটিতে দিন ব্যাপি ‘কাবাব হাউজ উইন্টার মেলা ২০২২’
