জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হালেমা খাতুনকে অঙ্গিকার এর সন্মাননা প্রদান

সুমন সাহাঃ-

প্রাথমিক শিক্ষক পদক-২০২২ এ মতলব দক্ষিণ উপজেলার ১৪৪ নং নারায়ণপুর উত্তর সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব হালেমা খাতুন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন। এই উপলক্ষে আজ এই গুনী শিক্ষিকাকে অঙ্গিকার বন্ধু সংগঠন এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংগঠন এর সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক এএস পলাশ এবং সহ-প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা জনাব সাইয়েদুল আরেফিন শ্যামল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মুজিবুর রহমান, ইউ আর সি ইন্সট্রাক্টর জনাব ছরোয়ার জাহান, তুষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো সাইফুর রহমান, পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল্লাহ আল মমিন সহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এর আগে তিনি মতলব দক্ষিণ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মনোনীত হয়েছিলেন।
এক প্রতিক্রিয়ায় জনাব হালেমা খাতুন বলেন, শুকরিয়া মহান রবের নিকট। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) ক্যাটাগরীতে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জেলা প্রশাসক মহোদয় চাঁদপুর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় চাঁদপুর, উপজেলা প্রশাসক মতলব দক্ষিণ, উপজেলা শিক্ষা অফিসার মতলব দক্ষিণ , সহকারী উপজেলা শিক্ষা অফিসার মতলব দক্ষিণ, যাদের বিচারককার্যে আমি নির্বাচিত। কৃতজ্ঞতা জানাই আমার সুপ্রিয় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সুহৃদ বন্ধু, যাদের সহযোগিতা ও ভালোবাসায় আমি সিক্ত। আরও কৃতজ্ঞতা জানাই আমার জীবন চলার পথের সহযোদ্ধা এই সাফল্যের নেপথ্যে অনুপ্রেরণার সঙ্গী আব্দুল্লাহ আল মিঞা মামুন।
এসময় তিনি অঙ্গীকার বন্ধু সংগঠন এর ভূয়সী প্রশংসা করেন। সংগঠন এর এমনকার্যে তিনি নিজেকে গর্বিত মনে করেন। সেই সাথে সাংগঠনিকভাবে নিজেকে সংগঠন এর যেকোনো কার্যক্রমে সম্পৃক্ত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্যঃ হালেমা খাতুন অঙ্গিকার বন্ধু সংগঠন এর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *