ডেস্ক রিপোর্টঃ-
বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনাল ম্যাচের শেষ ওভারে জয় তুলে নিয়েছে পাকিস্তান দল।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে স্বাগতিকদের দেওয়া ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নামে পাকিস্তান। স্বাগতিকদের বিপক্ষে ৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় তারা। ১৯ ওভার ৩ বলে ৫ উইকেটে ১৬৮ রান করে জয় পায় পাকিস্তান দল।
এর আগে, ফাইনালে বড় সংগ্রহের আভাস দিলেও পাক বোলারদের দাপটের কাছে শেষ মুহূর্তে লুটিয়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩ রান।