স্টাফ রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ীতে ভাড়া নিয়ে বিবাদের ঘটনায় বাস সহকারীর ধাক্কায় তুরাগ পরিবহনের নিচে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু সায়েম মুরাদ (৩৫)।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর উত্তেজিত যাত্রী ও জনতা চালক এবং হেলপারের ওপর হামলা চালিয়েছে। উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে তারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।