বিশ্বকাপের প্রথম ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়নদের গুড়িয়ে দিলো নামিবিয়া

ইসমাত তোহাঃ-

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২’ এর উদ্বোধনী ম্যাচে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে নামিবিয়া। রবিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলংয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে লঙ্কানদের ৫৫ রানে হারিয়েছে গারহার্ড এরাসমাসের দল। নাবিমিয়ার দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৮ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস।

রান তাড়া করতে নেমে ২১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দাসুন শানাকারা। মাত্র চারজন লঙ্কান ব্যাটার চার অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন। শানাকা সর্বোচ্চ ২৯ রান করেছেন। ভানুকা রাজাপাক্ষে ২০, ধনঞ্জয়া ডি সিলভা ১২ ও মহেশ থিকসানা ১১ রান করেন।

নামিবিয়ার পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন ডেভিড ভিসা, বারনার্ড স্কটজে, বেন শিকঙ্গো ও জ্যান ফ্রাইলিক। সবাই শিকার করেছেন দুটি করে উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামে নামিবিয়া, লঙ্কানদের ছুঁড়ে দেয় ১৬৪ রানের টার্গেট। ১৭ ওভার শেষে নামিবিয়ার স্কোর ছিল ৬ উইকেটে ১১৬ রান। পরের তিন ওভারে ৪৭ রান তুলে তারা। ২০ ওভার শেষে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩-এ। শেষ দিকে ঝড় তুলেন জ্যান ফ্রাইলিক ও জে জে স্মিত। ২৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেন ফ্রাইলিক। আর স্মিত অপরাজিত থাকেন ১৬ বলে ৩১ রানে। স্টিফেন বার্ড করেন ২৪ বলে ২৬।

শ্রীলঙ্কার প্রমদ মধুশান দুটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন মহেশ থিকসানা, দুশমান্তা চামিরা, চামিকা করুণারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *