সুমন চন্দ্র সাহাঃ-
মতলব দক্ষিণের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মতলব জেবি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস (নিউ হোস্টেল) এর পশ্চিম পাশ থেকে দক্ষিণে নিউ হোষ্টেল মসজিদ পর্যন্ত পুরো যায়গাটি ভাগাড়ে পরিণত হয়েছে।
এ ময়লাগুলো উপচে পাশের পুকুরটিকেও পরিত্যক্ত করে ফেলেছে। এতে আসপাশের পরিবেশ নষ্ট হচ্ছে।
এলাকাবাসী জানায়, হোস্টেলের পাশের এই পুকুর ও খালটিতে ১৫-২০ বছর আগেও এলাকার মানুষ গোসল করতো, পানি ব্যবহার করত। সেখানে আজকে ময়লার স্তুপ। দীপ্ত বাংলার পেছন থেকে ঘোষপাড়া যাওয়ার রাস্তাটি দুর্গন্ধময়।
শহরের যত ময়লা-আবর্জনা আছে তা এখানে এনে পুকুর ও খালের মধ্যে ফেলা হচ্ছে, বর্তমানে বর্ষার মৌসুমে উক্ত খালের পানি যেভাবে দূষিত হচ্ছে তেমনি ভাবে পরিবেশ নষ্ট হচ্ছে। নতুন ব্রিজ এলাকা যেন ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে।
এই পুরো যায়গাটি মতলব জেবি উচ্চ বিদ্যালয়ের নিজস্ব সম্পদ।কিন্তু এই বিষয়ে স্কুল কতৃপক্ষ সম্পুর্ন উদাসীন। বর্ষার মৌসুমে আবর্জনাগুলো খালের মধ্যে পড়ে সেখান থেকে নদীতে প্রবাহিত হয়। শুষ্ক মৌসুমে খাল শুকিয়ে গেলে ময়লার দুর্গন্ধ ও আবর্জনার কারণে রাস্তা দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। উৎকট দুর্গন্ধের কারণে মানুষ নাকে কাপড় দিয়ে কোনরকমে এ খালের পাড়ের রাস্তাটি ব্যবহার করে। খালের পাশেই একটি মসজিদ আছে। এখানে অনেক মানুষ নিয়মিত নামাজ আদায় করে। তাদের খুব কষ্ট হয়। পানিতে এই ময়লার স্তুপ থাকাতে মানুষের পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের উপদ্রব বেড়ে গেছে। জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ভুক্তভোগী জনগণ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ভাগাড়টি নিয়ে একটি সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন।