বিশেষ প্রতিনিধিঃ-
মতলব দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার জনাব রেনু দাসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে অঙ্গীকার বন্ধু সংগঠন। গতকাল ১৬ অক্টোবর, রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত নির্বাহী অফিসার জনাব রেনু দাসের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে স্বেচ্ছাসেবী, সামাজিক, শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম অঙ্গীকার বন্ধু সংগঠন এর প্রতিনিধি দল। অঙ্গীকার প্রতিনিধি দলে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য সাইয়্যেদুল আরেফিন শ্যামল, এলিট পরিষদ সদস্য, মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক এ এস পলাশ, আব্দুল কাদের সাজেন, আপ্যায়ন সম্পাদক সুমন চন্দ্র সাহা, সহ প্রচার সম্পাদক সিমান্ত পাল, সহ শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, মোঃ তামিম তালুকদার, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ সহ অন্যান্যরা।
উক্ত সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে অঙ্গীকার বন্ধু সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব রেনু দাসকে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সংগঠনের পরিচিতি সহ কাজের ক্ষেত্র বিস্তারিত উপস্থাপন করেন সংগঠনের এলিট সদস্য, কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন। জনাব রেনু দাস তার কর্মকালীন সময়ে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে সবসময় পাশে থাকবেন বলে জানান। যেকোনো সময় যেকোনো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অঙ্গীকার বন্ধু সংগঠন এর পক্ষ থেকে তার জন্য শুভকামনা জানানো হয়।