প্রাইম ডেস্কঃ
পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে একটু নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশ দেখতে একটি সুন্দর নৌভ্রমন করতে চান ? তাহলে মনের দ্বিধাদ্বন্দ্ব ভুলে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পাবেন The Crown-দ্যা ক্রাউন শীপে যাত্রার। সুন্দরবন ভ্রমণে অবিস্মরণীয় অভিজ্ঞতা দিতে প্রতিষ্ঠানটি তৈরি করছে পর্যটকবাহী জাহাজ The Crown – দ্যা ক্রাউন। কতৃপক্ষ জানিয়েছেন- আগামী নভেম্বরে সুন্দরবনে পর্যটকদের ভ্রমণসঙ্গী হতে যাচ্ছে দ্যা ক্রাউন। জাহাজ উদ্বোধনের তারিখ এবং ট্যুর প্যাকেজ ও বুকিং সংক্রান্ত সকল তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।
আমন্ত্রিত পর্যটকদের জন্য দ্যা ক্রাউনে থাকবে বেশ কয়েক ধরণের কেবিন ব্যবস্থা। প্রত্যেকটি কেবিন এটাচড ওয়াশরুম ও রিভারভিউ সুবিধা সহ চমকপ্রদ ইন্টেরিয়র ডিজাইনে সুসজ্জিত থাকবে প্রতিটি কক্ষ এবং পুরো স্পেস।
জাহাজে যেসব সিরিজের কেবিন থাকছেঃ- Panorama Deluxe, Panorama Ultra, Panorama Triple, Panorama Triple Plus, State Deluxe, State Triple কেবিন। জাহাজের মেইন ডেক এ থাকছে সর্বাধিক সুযোগসুবিধা সম্বলিত Panorama সিরিজের কেবিন। লোয়ার ডেক এ থাকবে State সিরিজের কেবিন।
পর্যটকদের বিনোদনের জন্য আরও থাকবে Kids Zone, মেইন ডেক ও ব্রীজ ডেক এ Open Observation Zone, ব্রীজ ডেক এ সুবিশাল Dining / Multi Purpose Hall এবং Swimming Pool থাকবে ব্রীজ ডেকের একেবারে শেষ প্রান্তে। আরাম ও বিনোদনের সর্বাধুনিক ব্যবস্থা ছাড়াও নিরাপত্তা ইস্যুতে কতৃপক্ষ বদ্ধ পরিকর। The Crown জাহাজটির তলদেশ তৈরি করা হয়েছে দুই স্তরের এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থায় রাখা হবে পর্যাপ্ত ব্যবস্থা। নির্বিঘ্নে চলাচলের জন্য জাহাজটির মাস্টারব্রীজে থাকবে আধুনিক নেভিগেশন ইকুইপমেন্ট এবং প্রশিক্ষিত স্টাফ।
পরবর্তী তথ্য বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক পেজ অথবা কল করুন দ্যা- ক্রাউন এর যোগাযোগ নম্বরে-
☎️ +8801550699731-3
☎️+8801550699734, 01712786308 (Khulna Office)
📧 metamorphosistourism@gmail.com
📧 m.v.thecrowncruise@gmail.com