আফগানদের বিপক্ষে ‘৬২’ রানের লজ্জার হার সাকিবদের

স্টাফ রিপোর্টারঃ-

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এরচেয়েও খারাপ কি হতে পারে? আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দেখে টাইগার ক্রিকেট ভক্তদের মনে আনমনেই এই প্রশ্নটি খেলা করবে।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে কোনোপ্রকার লড়াই না করে টেস্টের মেজাজে টি-টোয়েন্টি খেলে ৬৪ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬০ রান করে আফগানিস্তানের। জবাবে ৯ উইকেটে ৯৪ রান করে মাঠ ছাড়ে বাংলাদেশ। আফগানিস্তান পেসারদের বোলিং তোপে এদিন ২২ গজে দাঁড়াতেই পারেনি টাইগার কোনো ব্যাটসম্যান।

ব্রিসবেনে এদিন আগে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ নবি এবং ইব্রাহিম জাদরানের ঝড়ে বড় সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। ইব্রাহিম করেন ৪৬ রান। তবে খুনে মেজাজে ছিলেন আফগান অধিনায়ক। নবি ১৭ বলে ১ চার ও ৫ ছয়ে খেলেন ৪১ রানের ঝড়ো ইনিংস।

১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। পুরো ম্যাচে আর ফিরে আসতে পারেনি সাকিবের দল।

এদিন মিরাজের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয় শান্তকে। ৯ বলে ২ চারে ১২ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে ফেরেন শান্ত। তিনে নেমে ১ রান করে মুজিব উর রহমানের শিকার হন সৌম্য।

এদিন ব্যাট হাতে ব্যর্থ হন সাকিব ও আফিফও। সাকিব এক রান ও আফিফ রানের খাতা খোলার আগেই ফজল হক ফারুকীর শিকার হয়ে ফেরেন। ফারুকী ৩ ওভার শেষে ৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে টাইগারদের টপ অর্ডার ধসিয়ে দেন। এদিন সোহানের আগে নামানো হয় ইয়াসির আলী চৌধুরীকে। তবে রানের খাতা খোলার আগে ফেরেন তিনিও।

এরপর নুরুল হাসান ৮ বলে ১টি করে চার-ছয়ে ১৩ রান করলে পেসার ফরিদের বলে ফেরেন তিনিও। শেষদিকে মোসাদ্দেক হোসেন একাদশের বাইরে থেকে এসে ২৮ রান করেন বটে তবে সেটিও ৩৩ বলে। এছাড়াও মুস্তাফিজের ব্যাট থেকে আসে ১০ রান।

আফগানিস্তানের পক্ষে ফজল হক ফারুকী ৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছে। এছাড়াও ফরিদ আহমেদ নিয়েছেন ২ উইকেট।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *