জেলা পরিষদ নির্বাচন চাঁদপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।

স্টাফ রিপোর্টারঃ-

চাঁদপুরের আট উপজেলায় আটটি ভোট কেন্দ্রে চলছে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। প্রত্যেক উপজেলা পরিষদের সভা কক্ষে ২টি বুথে গ্রহণ করা হচ্ছে ভোট। সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়। যা চলবে দুপুর দুইটা পর্যন্ত। চেয়ারম্যান পদে দুই প্রার্থী’সহ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন একাধিক প্রার্থী।

চাঁদপুর জেলার ৮ উপজেলায় মোট ভোটার ১২’শ ৬৯ জন। এখানে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মোবাইল প্রতীক নিয়ে লড়াছেন ওচমান গণি পাটোয়ারী ও আনারস প্রতীক নিয়ে লড়ছেন মো. জাকির হোসেন প্রধানীয়া। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউছুফ গাজী আইনী জটিলতায় নির্বাচন থেকে সটকে যায়।

এই নির্বাচনের ভোটাররা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, নারী কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা।
জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেনের দেয়া তথ্য মতে, ১ নং ওয়ার্ড চাঁদপুর সদর উপজেলায় পুরুষ ভোটার ১৫৮ জন, মহিলা ভোটার ৪৮ জন;সহ মোট ভোটার ২০৬ জন। ২ নং ওয়ার্ড হাইমচর উপজেলায় পুরুষ ভোটার ৬১ জন, মহিলা ভোটার ১৯ জন’সহ মোট ভোটার ৮০ জন। ৩ নং ওয়ার্ড ফরিদগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ১৬২ জন, মহিলা ভোটার ৪৯ জন’সহ মোট ভোটার ২১১ জন। ৪ নং ওয়ার্ড মতলব দক্ষিণ উপজেলায় পুরুষ ভোটার ৬৮ জন, মহিলা ভোটার ২২ জন’সহ মোট ভোটার ৯০ জন। ৫ নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলায় পুরুষ ভোটার ১৪১ জন, মহিলা ভোটার ৪৩ জন’সহ মোট ভোটার ১৮৪ জন। ৬নং ওয়ার্ড কচুয়া উপজেলায় পুরুষ ভোটার ১৩১ জন, মহিলা ভোটার ৪১ জন’সহ মোট ভোটার ১৭২ জন। ৭নং ওয়ার্ড হাজীগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ১৩৫ জন, মহিলা ভোটার ৪১ জন’সহ মোট ভোটার ১৭৬ জন ও ৮নং ওয়ার্ড শাহরাস্তি উপজেলায় পুরুষ ভোটার ১১৪ জন, মহিলা ভোটার ৩৬ জন’সহ মোট ভোটার রয়েছে ১৫০ জন।

জেলার প্রতিটি উপজেলায় তিন স্তরের নিরাপত্তার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *