হার দিয়ে শুরু পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি

ইসমাত তোহাঃ-

টি-টোয়েন্টি সিরিজের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে পেরে উঠল না পাকিস্তান। সোমবার (১৭ অক্টোবর) প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

ব্রিসবেনে টস জিতে ইংল্যান্ড পাকিস্তানকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায়। এদিন পাকিস্তানের হয়ে ব্যাটিং করেননি নিয়মিত ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের জায়গায় ইনিংসের উদ্বোধন করেন শান মাসুদ ও হায়দার আলী। আগে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন শান মাসুদ। ২২ বলে ৭ চারে তিনি এই ইনিংস খেলেন। এছাড়া ইফতেখার আহমেদ ১৮ বলে ২২ ও ১৬ বলে ২৬ রান করেন মোহাম্মদ ওয়াসিম।

ইংল্যান্ডের পক্ষে ২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন ডেভিড উইলি। এছাড়া ১টি করে উইকেট নেন বেন স্টোকস, স্যাম কুরান, ক্রিস জর্ডান ও লিভিংস্টোন।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফিল সল্ট ফিরে গেলেও ইংলিশরা ব্যাট হাতে তাণ্ডব চালায় পাকিস্তানি বোলারদের ওপর। আরেক ওপেনার হেলস ১৩ বলে ৯ রান করলেও ওয়ান ডাউনে নেমে বেন স্টোকস ঝড় তোলেন। ১৮ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৬ রান করেন তিনি।

লিভিংস্টোনও মাত্র ১৬ বলে খেলেন ২৮ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ১টি চার ও ২টি ছয়ের মার। এই দুজনকেই ফেরান মোহাম্মদ ওয়াসিম।

দুজনের বিদায়ের পর  হ্যারি ব্রুক ও স্যাম কুরান মিলে ম্যাচটি দ্রুতই শেষ করে দেন। ২৪ বলে ৪৫ করেন ব্রুক। তার ইনিংসে ছিল ২টি চার ও  ৪টি ছয়ের মার। ১৪ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৩ রান করেন কুরান। শেষ পর্যন্ত মাত্র ১৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।

পাকিস্তানের পক্ষে ২.৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ১টি করে উইকেট নেন শাদাব খান ও নাসিম শাহ। ইনজুরি থেকে ফিরে এদিন প্রথম ম্যাচ খেলতে নেমে দারুণ বোলিং করেছেন শাহিন আফ্রিদি। ২ ওভারে দিয়েছেন মাত্র ৭ রান।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *