স্টাফ রিপোর্টারঃ-
সারাদেশে ৫৭ জেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গতকাল সোমবার। দেশের তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় এ নির্বাচনের তপসিল ঘোষনা করেছিল ইসি। পরে হাইকোর্টের আদেশে চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীতে নির্বাচন স্থগিত হয়। এ ছাড়া ভোলা ও ফেনীর সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ভোট হয়েছে ৫৭ জেলা পরিষদে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ জেলায় জয়ী হয়েছেন।