স্টাফ রিপোর্টারঃ-
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় প্রবাসীর স্ত্রীর স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় ৩ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
বুধবার (১৯ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীরা হলেন- চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের মো. দেলোয়ার রাঢ়ীর ছেলে মো. রুবেল (৩০), একই এলাকার সিরাজ জমাদারের ছেলে মো. জাকির জমাদার (২১) ও মো. টেল রাঢ়ীর ছেলে মো. রাকিব হোসেন (২২)।
স্থানীয়রা জানান, চান্দ্রা ইউনিয়নে ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট এলাকার এক প্রবাসীর স্ত্রী ফুফাত ভাইকে নিয়ে ঘুরতে আসলে তাকে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তারা ওই মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবী করে।
এই ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী এবং রাজনৈতিক নেতারা জানতে পারলে ওই প্রবাসীর স্ত্রী ও ফুফাত ভাইকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।
এই সংবাদ জানতে পেরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় ছিনতাইকারীদের আটক করে।