স্টাফ রিপোর্ট
দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাব দিতে এবার একের পর এক গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। আর এই গোলা নিক্ষেপকে সিউলের প্রতি হুঁশিয়ারিবার্তা বলে আখ্যা দিয়েছে পিয়ংইয়ং। গোলাগুলো দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমায় না হলেও বিবদমান এলাকায় পড়েছে।
বিবিসির এক খবরে বলা হয়, উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পূর্ব ও পশ্চিম উপকূল থেকে ছোড়া হয়েছে অন্তত আড়াইশ রাউন্ড গোলা। বুধবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।
দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ জানান, মঙ্গলবার গভীর রাতে পশ্চিম উপকূল থেকে ১শ ও পূর্ব উপকূল থেকে দেড়শ রাউন্ড গোলা ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার স্বীকৃত সমুদ্রসীমায় না হলেও বিবদমান এলাকায় পড়েছে গোলাগুলো। যা দুই পক্ষের ২০১৮ সালের চুক্তির লঙ্ঘন বলে দাবি সিউলের। এমন আচরণকে উস্কানিমূলক বলেও অভিযোগ দেশটির।
দক্ষিণ কোরিয়া বার্ষিক সামরিক মহড়া শুরুর একদিন পরই এমন পদক্ষেপ নিলো কিম জং উন প্রশাসন। এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো বিতর্কিত এলাকায় গোলা ছুড়লো উত্তর কোরিয়া।