স্টাফ রিপোর্টারঃ-
সিএনজি চালক ফেনসিডিল ব্যবসায়ী মতলব দক্ষিণ উপজেলার পিংরা এলাকার মো: শুক্কর বকাউল(৩৫) হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের হাজীগঞ্জ থানার এসআই মেজবাহ উদ্দিন ও এএসআই রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার সামনে অবস্থান নেয়।
অভিযান পরিচালনাকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার সামনে সিএনজির গতিরোধ করে তল্লাশী চালায় পুলিশ।
ওইসময় ২০বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে সিএনজি চালককে।
অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।