স্টাফ রিপোর্ট
চাঁদপুরের কচুয়ায় ৮ কেজি গাঁজা ও ৫২ পিচ ইয়াবা সহ চারজন গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকাল সাড়ে এগারোটার দিকে কচুয়া থানাধীন খাজুরিয়া সাকিনস্থ কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে খাজুরিয়া যাত্রী ছাউনীর সামনে ৮ কেজি গাঁজা ও ৫২ পিচ ইয়াবা নিয়ে চার জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, কচুয়া সার্কেল ও অফিসার ইনচার্জ, মোহাম্মদ ইব্রাহীম খলিল, কচুয়া থানার নেতৃত্বে কচুয়া থানাধীন খাজুরিয়া সাকিনস্থ কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে খাজুরিয়া যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করাকালে আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো মোসাঃ লাকী আক্তার (২৫), মোঃ আব্দুল আলীম (৩২), মোঃ জাহিদুল ইসলাম রুমন (২৫), মোঃ রাজু মিয়াজী (২৫)।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।