স্টাফ রিপোর্ট
চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ সড়কের পূর্ব কালোচোঁ এলাকায় ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেল আরোহী রাজন সাহা (৩৭) নিহত হয়েছেন। এতে সুমন নামের অপর একজন গুরুতর আহত হয়। বুধবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত রাজন সাহা ফরিদগঞ্জ উপজেলার সাইচেংড়া গ্রামের গোবিন্দ সাহার ছেলে ও আহত সুমন একই গ্রামের নেপাল চন্দ্রের ছেলে।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।’