ডেস্ক রিপোর্টঃ-
নামিবিয়ার বিপক্ষে হারের পর শঙ্কাই দেখা দিয়েছিল। বিশ্বকাপে কতদূর যেতে পারবে শ্রীলঙ্কা? সংশয় ছিল এমন।তবে টানা দুই ম্যাচে জয় নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে তারা। নেদারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ধীরস্থির শুরুর পর পেয়েছে ভালো সংগ্রহ।বাকি কাজটুকু করেছেন বোলাররা। ডাচদের হয়ে সর্বোচ্চ চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি ম্যাক্স ও ডওড।
বৃহস্পতিবার জিলংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে ১৬ রানে জিতেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রানের সংগ্রহ পায় তারা। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ড।