বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব স্যার এর বিএসডিআই পলিটেকনিক পরিদর্শন

মাজহারুল হকঃ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব মহোদয় জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্যারের ড্যাফোডিল পরিচালিত পলিটেকনিক বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট পরিদর্শন
………………………………………………………………….

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্যার চাঁদপুর সফরকালে ড্যাফোডিল গ্রুপের পলিটেকনিক বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন করেন।

আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্যারকে ফুল দিয়ে বরণ

এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ মাহবুবুর রহমান স্যার।উপস্থিত ছিলেন চাঁদপুর ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব মোঃ রুবেল খান স্যার, বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম মিয়া স্যার, চাঁদপুর ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সালেহ আহমেদ স্যার, প্রতিষ্ঠানটির সহকারী উপাধ্যক্ষ মাজহারুল হক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

পরিদর্শন বইতে স্বাক্ষর করছেন কারিগরি বোর্ডের সচিব আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্যার

এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্যারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। প্রতিষ্ঠান পরিদর্শনকালে আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্যার নবনির্মিত নতুন ভবনটি পরিদর্শন করেন। তিনি এই আশাবাদ ব্যক্ত করেন যে চাঁদপুর জেলায় ড্যাফোডিল গ্রুপের এই পলিটেকনিকটি অতীতের মতো ভবিষ্যতেও সুনাম ধরে রেখে যুগোপযোগী কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে চাঁদপুর জেলায় বেকারত্বের হার কমিয়ে আনতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং আধুনিক মানসম্মত কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করবে। এ সময় তিনি প্রতিষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান

পরিদর্শন শেষে আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্যারের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব মোঃ রুবেল খান স্যার, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ সেলিম মিয়া স্যার,প্রতিষ্ঠানটি সহকারী উপাধ্যক্ষ জনাব মোঃ মাজহারুল হক সোহান স্যার।

প্রতিষ্ঠানের সকল শিক্ষক,কর্মকর্তাবৃন্দ সহ সচিব জামান স্যার।

Mazharul Haque Shohan

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *