ডেস্ক রিপোর্টঃ-
২০২৩ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে রাজনৈতিক টানাপোড়েনের কারণে খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল। গতকাল বিষয়টি এক বিবৃতিতে জানায় দেশটির ক্রিকেট বোর্ড।এতে ক্ষেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপ খেলতে না গেলে ভারতে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপও খেলতে আসবে না বলে জানিয়েছে তারা।
শুধু ২০২৩ বিশ্বকাপ নয় বরং ২০৩১ সাল পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য আইসিসির কোনো প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে পিসিবি। আজ এক বিবৃতিতে তারা জানায়, ‘এরূপ মন্তব্যে অনেক মারাত্মক প্রভাব পড়তে পারে এশিয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে।২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপসহ ২০২৪-২০৩১ সাল পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য আইসিসির যেসব প্রতিযোগিতামূলক ম্যাচ রয়েছে, সেগুলোতে পাকিস্তানের অংশগ্রহণে প্রভাব পড়বে। ’
পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যাওয়ার ব্যাপারে গতকাল মুম্বাইয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তান সফরে যাব না। এশিয়া কাপ অন্য কোনো দেশে আয়োজন করা যেতে পারে। তবে সফরের সিদ্ধান্ত সরকার নেয়। তাই এ নিয়ে কোনো মন্তব্য করব না। তবে ২০২৩ এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে। ‘
জয় শাহর এমন মন্তব্যকে পিসিবি হতাশা প্রকাশ করেছে। কোনো রকম আলোচনা ছাড়াই এরকম মন্তব্য করা হয়েছে দাবি করে তারা বিবৃতিতে আরও জানায়
পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ নিরপেক্ষ জায়গায় আয়োজন করার ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ যে মন্তব্য করেছেন, এতে পিসিবি অবাক হয়েছে এবং হতাশা প্রকাশ করছে। পিসিবি অথবা এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সঙ্গে কোনো রকম আলোচনা না করেই আর এর দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা না করেই এমন মন্তব্য করা হয়েছে