ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করলেন চেয়ারম্যান

নওগাঁ প্রতিনিধিঃ-

নওগাঁর মান্দা উপজেলার ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ শুক্রবার (২১ অক্টোবর) সকালে ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী প্রামানিক।

ইউনিয়ন পর্যায়ে হালনাগাদকৃত ভোটারের ছবি তোলার কাজ শুরু হয়েছে। এর আগে বাড়ি বাড়ি গিয়ে ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ শেষ করা হয়। সারা দেশের ন্যায় নূরুল্যাবাদ ইউপি তে তথ্য সংগ্রহের পর ভোটারদের ছবি, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে ভোটার নিবন্ধনকার্যক্রম উদ্বোভন করা হয় । আজ ২১ অক্টোবর ১,২ ও ৩ নং ওয়ার্ডের রেজিস্ট্রেশন কার্যক্রমের করা হবে এবং আগামী কাল ২২ অক্টোবর ৪ও ৫ নং ওয়র্ডের,আগামী ২৩ অক্টোবর ৬ ও ৭ নং ওয়র্ডের, আগামী ২৪ অক্টোবর ৮ ও ৯ নং ওয়র্ডের ভোটারদের ছবি, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করা হবে।

এ সময় নতুন ভোটার হতে আসা তরুণদের পাশাপশি ছিল বয়স্কদের উপচেপড়া ভিড়।নতুন ভোটার হতে আসা আব্দুর রহমান নামে একজন বলেন, আমার ১৮ বছর পূর্ণ হয়েছে বেশকিছুদিন পূর্বেই। কিন্তু করোনার কারণে হালনাগাদ কার্যক্রম শুরু না হওয়ায় ভোটার হতে পারিনি। দেশের একজন ভোটার হয়ে ভাল লাগছে, ভোট দিতে পারলে আরো ভালো লাগবে।

মান্দা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, আগামী তিন বছরের মধ্যে যারা ভোটার হওয়ার যোগ্য ১৮ বছর হবেন, তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। সে হিসেবে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের ছবি তোলা হবে। এ ক্ষেত্রে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে, মা বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পানি-বিদ্যু-গ্যাসের ফটোকপি প্রয়োজন হবে।

ইসি সূত্র আরও জানায়, বয়স ১৮ না হলেও জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। যাদের বয়স ১৮ হয়নি, তাদের বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম যুক্ত হয়ে যাবে। উল্লেখ্য, এ কর্মসূচিতে ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কেটে দেয়া হবে এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের বিষয়েও কার্যক্রম চলবে।

এ সময় উপস্থিত ছিলেন ১০ নং নূরুল্যাবাদ ইউপি সচিব মোঃ রেজাউল করিম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রীতি রানী, ইউপি সদস্য মোঃ মজিবর রহমান,ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম, মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাচনী কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের গন্যমান্য ব্যক্তিবর্গ।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *