স্টাফ রিপোর্ট
হাজীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে ওচমান আলী নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে।
শুক্রবার সকালে পাশের গ্রাম মোহাম্মদপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ডোবায় ডুবে মারা যায় সে ।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন পপুলার বিডিনিউজকে জানান, সকালে শিশু ওচমান তার মামার কোলে ছিল। মামা কোল থেকে তার মা মুনা বেগমকে ডাক দিয়ে শিশুটিকে ঘরের সামনে রেখে যায়। কিছুক্ষন পর তাকে আর খুঁজে পাচ্ছিলনা। পরে পাশের বাড়ির এক মহিলা চৌকিদার বাড়ির পাশে একটি ডোবায় তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়।
চারদিক থেকে লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।