এএস পলাশঃ
মতলব দক্ষিণ উপজেলা রিসোর্স সেন্টারে ২৯ অক্টোবর, শনিবার সফলভাবে সম্পন্ন হলো পিইডিপি ০৪ এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের “গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগে বিষয় ভিত্তিক গণিত প্রশিক্ষণ” এর ৩য় ব্যাচ। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা রিসোর্স সেন্টারে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে বিষয় ভিত্তিক গণিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার জনাব রেনু দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব সেলিনা বেগম, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ। উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মুজিবুর রহমান এবং জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নারায়ণপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হালেমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে প্রশিক্ষণের আলোকে পাঠদান ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।