“দেশজুড়ে কদর বাড়ছে স্বরূপকাঠির আমড়ার”

মইনুল ইসলাম, স্বরুপকাঠিঃ
আমড়ার জন্য বিখ্যাত বরিশালের স্বরুপকাঠি।স্বরূপকাঠির আটঘর, কুড়িয়ানা সহ নেছারাবাদ থানার বিপুল এলাকাজুড়ে চাষ হয় রসালো ফল আমড়ার। এলাকার চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় এসকল আমড়া।
পাইকাররা চাষীদের কাছ থেকে সংগ্রহ করে লঞ্চযোগে প্রথমে ঢাকা এবং সেখান থেকে দেশের সর্বত্র পৌঁছে যাচ্ছে ভিটামিন সি তে ভরপুর এই ফল।
চাষীদের দাবী, সরকারি সহয়তা পেলে এসকল আমড়া বিদেশে রপ্তানি করেও আয় করা যেতে পারে প্রচুর বৈদেশিক মুদ্রা।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *