স্টাফ রিপের্টারঃ
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আধারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোবারক হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ৩০ অক্টোবর রাষ্ট্রীয় মার্যাদায় নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। ওই দিন ভোর ৬টায় তিনি নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এ সময় উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ পুলিশ সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ নাছির উদ্দিন, সমাজসেবক আঃ কাদির, উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মনিরুজ্জামানসহ অন্যান্যরা।