এএস পলাশঃ
চাঁদপুরের মতলব উত্তরে সেচ্ছাসেবী সংগঠন সারা ফাউন্ডেশন উদ্যোগে সচেতনতার লক্ষে স্কুল ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন উপহার দেওয়া হয়েছে। গত ৩০ সেপ্টম্বর রবিবার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে এই উপহার বিতরন করা হয়। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন এর সভাপতিত্বে ডাক্তার মোঃ শেখ রাসেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য তাসলিমা আক্তার আখি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের কার্যনির্বাহি কমিটির সদস্য মোঃ আতাউর রহমান সবুজ, সারা ফাউন্ডেশন সদস্য, সাকিল আহম্মেদ, উম্মে হাবিবা সাথি।
এ সময় প্রধান অতিথি ছাত্রীদের উদ্দেশ্য বলেন সংকোচ বোধ না করে সকলকে সচেতন হতে হবে এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের জন্য সচেতনতার পাশাপাশি সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন মহতি উদ্যোগের জন্য সারা ফাউন্ডেশনকে সবাই ধন্যবাদ জানান।
আলোচনা শেষে দুইশত স্যানিটারি ন্যাপকিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকে হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সারা ফাউন্ডেশন সদস্য নিলা আমান, আশা মনি, ফাতেমা আক্তার, নুসরাত, মোঃ শাকিল প্রধান, রনি আহমেদ, শ্যামল এবং শামিম সহ আরো অনেকে।